নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রক সংস্থার বিধিনিষেধ বা অন্য কোনো কারণে নগদ লভ্যাংশ দিতে পারেনি এমন কোম্পানির ‘ক্যাটেগরি’ পরিবর্তন করা যাাবে না। এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি এ-সংক্রান্ত চিঠি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে দিয়েছে কমিশন।
এ নির্দেশনা শুধু তালিকাভুক্ত ব্যাংকের বেলায় প্রযোজ্য হবে। লভ্যাংশ ঘোষণা-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর বিএসইসি এমন সিদ্ধান্ত দিল। নির্দেশনা মানতে গিয়ে পরপর দুই বছর নগদ লভ্যাংশের পরিবর্তে যেসব কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করেছে, তাদের ক্যাটেগরি পরিবর্তন করা হচ্ছে না। বিশেষ করে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে ‘জেড’ ক্যাটেগরিতে স্থানান্তর করতে বারণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, উভয় স্টক এক্সচেঞ্জকে পরামর্শ দেয়া যাচ্ছে, আইনগত বাধ্যবাধকতা বা শর্ত পরিপালনের কারণে উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত যেসব কোম্পানি পরপর দুই বছর নগদ লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হয়েছে, তাদের ‘জেড’ ক্যাটেগরিতে স্থানান্তর বা সমন্বয় করা হবে না।
এর আগে ২০২০ সালের ১ সেপ্টেম্বর বিএসইসির জারি করার নির্দেশনার ২ নম্বর শর্ত অনুযায়ীÑসিকিউরিটিজ আইন, বিধি, প্রবিধান, বিজ্ঞপ্তি, আদেশ, নির্দেশাবলি এবং কোনো বিধান পরিপালনে ব্যর্থ হলে যেকোনো তালিকাভুক্ত কোম্পানিকে কমিশনের অনুমোদন সাপেক্ষে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর বা সমন্বয় করা হবে।
তবে বিএসইসির এ নতুন নির্দেশনার ফলে আইনগত বাধ্যবাধকতা বা শর্ত পরিপালনের কারণে পরপর দুই বছর নগদ লভ্যাংশ প্রদানে ব্যর্থ হলেও কোম্পানিগুলোর ক্যাটেগরি পরিবর্তন হচ্ছে না।