Print Date & Time : 4 September 2025 Thursday 10:45 pm

ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

শেয়ার বিজ ডেস্ক: শীতকালীন ঝড়ে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম এ অঙ্গরাজ্যে গত ২৬ ডিসেম্বর থেকে ঝড় হচ্ছে। খবর: রয়টার্স।

এ ঝড়ের কারণে এখন পর্যন্ত ৩৮ জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি বন্যা, বিদ্যুৎবিভ্রাট, ভূমিধস, রাস্তা বন্ধ ও মানুষজনকে বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেয়ার মতো পরিস্থিতির পর প্রেসিডেন্ট জো বাইডেন রাজ্যটিতে জরুরি অবস্থা জারির বিষয়টি অনুমোদন করেছেন। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোয়াইট হাউস জানিয়েছে, তীব্র শীতকালীন ঝড়, বন্যা, ভূমি ও কাদাধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় রাজ্য ও স্থানীয় পর্যায়ে যে ত্রাণ তৎপরতা চলছে, তাতে কেন্দ্রকেও সম্পৃক্ত হতে নির্দেশ দিয়েছেন বাইডেন। প্রেসিডেন্টের এই পদক্ষেপের ফলে মারসেড, সাক্রুমেন্টো ও সান্তা ক্রুজের মতো এলাকার ক্ষতিগ্রস্তরা কেন্দ্রীয় তহবিল থেকে সাহায্য পাবেন।

ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে কোটি কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। এছাড়া দেশটিতে বিমান চলাচল ব্যবস্থায় ভয়াবহ বিঘœ ঘটে।

এবারের শীতকালীন তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্কের বাফেলো। রাস্তা ও ইউটিলিটি ক্রুরা বাফেলোয় বরফ সরাতে গিয়ে জানিয়েছেন, গত ৪৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক তাণ্ডব ছিল।

ভারী বরফের স্তরে চাপা পড়েছিল শহরটি, গাড়িতে আটকে পড়েছেন অনেকে। বৃহত্তর বাফেলো অঞ্চল কানাডিয়ান সীমান্তের কাছে ইরি হ্রদের প্রান্তে অবস্থিত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে এটি একটি।

নিউইয়র্ক রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এ শহরটিতে ১৯৭৭ সালের পর আঘাত হানা সবচেয়ে ভায়ানক তুষারঝড় এটি। ১৯৭৭ সালের ঝড়ে প্রায় ৩০ জনের প্রাণহানি ঘটেছিল।

ঝড় থেমে গেলে পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হলেও প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ এখনও বলবৎ রয়েছে।এ শীতকালীন ঝড় বিস্তৃত এলাকার জীবনযাত্রা স্তব্ধ করে রাখলেও লোডশেডিং পরিস্থিতির ক্রমাগত উন্নতি হচ্ছে।

এছাড়া ভারমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, ক্যানসাস ও কলোরাডোয়ও প্রাণহানি হয়েছে।