Print Date & Time : 20 August 2025 Wednesday 7:17 pm

ক্রাফটসম্যান ফুটওয়্যারের সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের এসএমই খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার রাজধানীর পুলিশ কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. রোজিনা বেগম এবং ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম।

এছাড়া প্রতিষ্ঠানটির বোর্ড অব ডিরেক্টরদের মধ্যে সারা হোসেন, মাহি আলম, রুমানা বেগম, সাবরিনা জামান এবং হিসাব বিভাগের প্রধান ফেরদৌস হোসেন ও সচিব কাজী শাহীন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিষ্ঠানটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ০৯ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ১৬ টাকা ৭২ পয়সা।

পরিচালনা পরিষদ ও বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে ক্রাফটসম্যান ফুটওয়্যারের বোর্ড চেয়ারম্যান ডা. রেজিনা বেগম বলেন, প্রতিযোগিতা, মূল্যস্ফীতি, সাপ্লাই চেইন প্রভৃতি প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছি। বিনিয়োগকারীদের ১০ শতাংশ ডিভিডেন্ড দিতে পেরেছি।

ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম বলেন, সব প্রতিকূল অবস্থা মোকাবেলা করে আমরা বিনিয়োগকারীদের জন্য যে ডিভিডেন্ড বা লভ্যাংশ দেয়ার ঘোষণা দিচ্ছি, সেটিই আমাদের কোম্পানির ভবিষ্যতকে তুলে ধরে। বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের সহযোগিতায় আমরা বাজার সম্প্রসারণের কাজ শুরু করেছি।