Print Date & Time : 29 July 2025 Tuesday 7:56 pm

ক্রিকেটকে বিদায় জানালেন সানা মীর

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মীর। তাকে পাকিস্তানের নারী ক্রিকেটারদের মধ্যে সর্বকালের সেরাদের একজন ধরা হয়।

২০০৫ সালে অভিষিক্ত হবার পর পাকিস্তানের জার্সিতে ২২৬ ম্যাচ খেলেছেন সানা। যার মধ্যে ১৩৭ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। ১৫১ উইকেট নেয়া এই অফ স্পিনার পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক। ১০৬ টি টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৮৯ উইকেট।

২০১৮ সালের অক্টোবরে আইসিসির নারী ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। এছাড়া, ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসের স্বর্ণ পদকও অর্জন আসে তার হাত ধরে।

২০১৯ সালের অক্টোবরে লাহোরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আর মাঠে দেখা যায়নি তাকে। তাই নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন এই পাক ক্রিকেটার।