Print Date & Time : 12 September 2025 Friday 11:22 pm

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ যুবকের মৃত্যু

প্রতিনিধি, সিরাজগঞ্জ : ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত আব্দুল কাদেরের (৩৬) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল কাদের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রাজাখার চরের সোহরাব আলীর ছেলে।

সদর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, গত ৬ জুলাই শিয়ালকোল ইউনিয়নের রাজাখার চর ও বড় হামকুড়িয়া পশ্চিম পাড়ার মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে আব্দুল কাদের গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আলম শেখ বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।