Print Date & Time : 5 July 2025 Saturday 9:27 pm

ক্রিপ্টোকারেন্সির সাবেক সিইওর কারাদণ্ড

শেয়ার বিজ ডেস্ক : জালিয়াতির অভিযোগে দেউলিয়া ঘোষিত ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং প্ল্যাটফর্ম সেলসিয়াসের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলেকজান্ডার মাশিনস্কিকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। নিউইয়র্ক থেকে এএফপি এই খবর জানিয়েছে। খবর: বাসস।

আলেকজান্ডার (৫০) গত ডিসেম্বর মাসে সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগে দোষ স্বীকার করেন। একটি চুক্তির ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগের মাত্রা কমিয়ে আনা হয়। ক্রিপ্টোকারেন্সির প্ল্যাটফর্ম হিসেবে ধসে পড়ার প্রায় তিন বছর পর এই রায় এলো। প্ল্যাটফর্মটি গ্রাহকদের ডিজিটাল মুদ্রায় বিনিয়োগ করার সুযোগ দিত, যার মধ্যে তাদের নিজস্ব মুদ্রা ‘সিইএল’ও ছিল। অভিযোগপত্র অনুযায়ী, সেলসিয়াসের কর্মকর্তারা প্ল্যাটফর্ম পরিচালনা, অনিরাপদ ঋণ প্রদান এবং উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগের জন্য গ্রাহকদের চার বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যবহার করেন। মাশিনস্কির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ ব্যবহার করে মুদ্রা কেনার মাধ্যমে কৃত্রিমভাবে সিইএলের দাম বৃদ্ধি করার অভিযোগ আনা হয়েছে।

২০২১ সালের শেষের দিকে সর্বোচ্চ পর্যায়ে থাকা সেলসিয়াসের এক মিলিয়নেরও বেশি ক্লায়েন্ট ছিল এবং ২৫ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদ ছিল। কিন্তু ২০২২ সালের বসন্তে ক্রিপ্টোকারেন্সির মূল্য হ্রাস পাওয়ায় কোম্পানিটি কঠিন সময়ের মুখোমুখি হয়। গ্রাহকদের কাছ থেকে ব্যাপক উত্তোলনের মুখোমুখি হওয়ার পর ২০২২ সালের ১২ জুনে সেলসিয়াস ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারেরও বেশি গ্রাহকের অ্যাকাউন্ট ফ্রিজ করে। এর এক মাস পরে নিজেকে দেউলিয়া ঘোষণার করার জন্য আবেদন করে। ২০২৫ সালের মার্চ মাসে প্রকাশিত একটি অগ্রগতি প্রতিবেদনে দেখা গেছে, ওই ‘ফ্রিজ’ করা সম্পদের ৯৩ শতাংশই পুনরুদ্ধার করে গ্রাহকদের ফিরিয়ে দেয়া হয়েছে। ২০২২ সালের ক্রিপ্টোকারেন্সি ধস আরো বেশ কয়েকটি স্টার্টআপকে ক্ষতিগ্রস্ত করে, যার মধ্যে ছিল দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘এফটিএক্স’, যা ২০২২ সালের নভেম্বর মাসে দেউলিয়া হয়।