ক্রিপ্টো প্লাটফর্ম থোডেক্স মালিকের কারাদণ্ড

শেয়ার বিজ ডেস্ক:সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ পাচারের দায়ে ৪০ হাজার ৪০০ বছরের জেল হতে পারে তুরস্কের সাবেক ক্রিপ্টো প্লাটফর্ম থোডেক্সের মালিকের। খবর: ডেইলি সাবাহ।

ওই যুবকের নাম ফারুক ফাতিহ ওজের। তার বয়স ২৭ বছর। তিনি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কোম্পানি থোডেক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ছিলেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ইস্তাম্বুলের আন্তোলিয়ার ৯নং উচ্চ অপরাধ আদালতে এ বিষয়ে শুনানি হয়। এতে উপস্থিত ছিলেন ফারুক ফাতিহসহ আরও পাঁচ অভিযুক্ত, অভিযোগকারী এবং আইনজীবীরা।

ওই শুনানিতে প্রসিকিউটররা ফারুক ফাতিহর অপরাধের জন্য ১২ হাজার ১৪২ বছর থেকে ৪০ হাজার ৪৬২ বছরের সাজার আবেদন করেন। তারা বলেন, অপরাধী অপরাধ সংঘটিত করার জন্য একটি সংস্থা প্রতিষ্ঠা করেছে, তথ্য ব্যবস্থা, ব্যাংক এবং আর্থিক সংস্থাকে প্রতারণার মাধ্যম হিসেবে ব্যবহার করেছে এবং প্রতারণা করে অর্থ পাচার করেছে। আর এসব অপরাধের জন্য এই সাজা হওয়া উচিত।

মানুষের সঙ্গে প্রতারণা করে ফারুক ফাতিহ তুরস্ক ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। অনেক চেষ্টার পর তাকে ২০২২ সালের ৩০ আগস্ট আলবেনিয়া থেকে আটক করা হয়।

পালিয়ে যাওয়ার পর ফারুকের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে তুরস্ক। দেশটি জানায়, থোডেক্স থেকে ২ বিলিয়ন সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করে পালিয়ে যান তিনি।

এর আগে আয়কর সংক্রান্ত কাগজপত্র জমা দিতে না পারায় তার বিরুদ্ধে মাত্র ৭ মাস ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন ১৭নং অপরাধ আদালত।

তবে এখন পর্যন্ত সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ফারুক ফাতিহ। তিনি জানিয়েছেন, অপরাধ সংগঠনের সময় তিনি প্রতিষ্ঠানটিতে ছিলেন। তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠানের দায়ভার ট্রাস্টিবোর্ডের ওপর দিয়ে এর স্বত্ব ছেড়ে দেন তিনি।