Print Date & Time : 5 September 2025 Friday 4:10 pm

ক্রিমিয়ায় রুশ সাংবাদিক নিহত

শেয়ার বিজ ডেস্ক: রুশ অধিকৃত ক্রিমিয়ার গুলিবিদ্ধ হয়ে দেশটির সভেৎলানা বাবায়েভা নামে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। তিনি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত রসিয়া সেগোদনিয়া মিডিয়ায় চাকরি করতেন। সভেৎলানা রসিয়া সেগোদনিয়া মিডিয়া গ্রুপের ব্যুরো প্রধান ছিলেন। খবর: তাস।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, সভেৎলানা সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হন।

ক্রিমিয়ায় নিযুক্ত রুশ কর্তৃপক্ষ এবং স্থানীয় রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, গত শুক্রবার একটি সামরিক গ্রাউন্ডে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সভেৎলানা।

নারী সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ক্রিমিয়ায় রুশ কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য জানায়নি। তবে তার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলছেন ক্রিমিয়ার রুশ গভর্নর সের্গেই আকসিওনভ।

জনণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে তার ভূমিকা অনস্বীকার্য ছিল বলে জানিয়েছেন সের্গেই।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের রাশিয়া-সমর্থিত প্রধান ভøাদিমির সালদো (রাশিয়া-অধিকৃত খেরসন অঞ্চলের প্রধান) বলেছেন, খেরসন অঞ্চলে কী ঘটছে, সে সম্পর্কে জনসাধারণের কাছে সত্য জানাতে সভেৎলানা কাজ করছিলেন।

ট্রেলিগ্রামে শোক জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা লেখেন, আমি তোমাকে অনেক ভালোবাসি।