Print Date & Time : 12 September 2025 Friday 5:12 am

ক্রিসমাস প্যারেডে গাড়ি চাপায় পাঁচজন নিহত, আহত ৪০

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ক্রিসমাস প্যারেডে একটি গাড়ি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে এই ঘটনা ঘটে। খবর সিএনএনের।

পরবর্তীতে গাড়িচালককে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে। হতাহতদের মধ্যে ক্যাথলিক যাজক, গির্জার বাসিন্দা এবং স্কুল শিক্ষার্থীও রয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারেডের প্রস্তুতি নেওয়ার সময় সড়কে উপস্থিত লোকদের ওপর লাল রঙের ‘এসইউভি’ কারটি চালিয়ে দেওয়া হয়। একজন পুলিশ কর্মকর্তা গাড়িটি থামাতে গুলি করেন।

পুলিশ প্রধান ড্যান থম্পসন বলেন, এটা শিশুসহ প্রায় এক ডজনের বেশি লোককে আঘাত করে। ঘটনায় একজনকে কারাগারে নেওয়া হয়েছে। তবে প্রাথমিক ধারণায় এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছে না পুলিশ।