ক্রেডিট অপারেশন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে কোর্স সম্পন্ন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ১০ দিনব্যাপী ‘ক্রেডিট অপারেশন ও রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকস’ শীর্ষক ট্রেনিং সম্পন্ন হয়েছে। ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় থেকে আগত ৩৮ জন অফিসারের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উক্ত কোর্সের সমাপনী ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হোসেন আখতার চৌধুরী। প্রশিক্ষণ কার্যক্রম শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের ভিপি ও প্রিন্সিপাল শাহ্ সৈয়দ রাফিউল বারী। বিজ্ঞপ্তি