Print Date & Time : 18 August 2025 Monday 3:11 am

ক্রেতাদের আগ্রহে দর বাড়ল সিংহভাগ কোম্পানির শেয়ারে

মুস্তাফিজুর রহমান নাহিদ: সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটদর। পাশাপাশি বেড়েছে লেনদেনও। শেয়ার এবং ইউনিট চাহিদা থাকার কারণে সারাদিনই ঊর্ধ্বমুখী ছিল সূচক। এই প্রবণতা দিয়েই লেনদেন শেষ হয়।

বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, সূচক টানা ঊর্ধ্বমুখী থাকার কারণে সম্প্রতি পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ আরও বেড়েছে। যে কারণে তারা লেনদেনে সরব হয়েছেন। গতকালের বাজারেও ছিল এমন চিত্র। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময়ই ছিল বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বেশি। যার জের ধরে দিন শেষে বাড়তে দেখা যায় লেনদেন হওয়া সিংহভাগ কোম্পানির শেয়ারদর।

গতকাল ডিএসইতে মোট ৩৫৮টি কোম্পানি ও ফান্ডের শেয়ার এবং ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দর বাড়ে ২০১টি। এছাড়া ৭৮টি কোম্পানি শেয়ারদর অপরিবর্তিত এবং ৭৮টির দর হ্রাস পেতে দেখা যায়। যেসব কোম্পানির শেয়ারদর হ্রাস পায়, এর মধ্যে বেশিরভাগই ছিল ফ্লোর প্রাইস তুলে দেয়া কোম্পানি।

অন্যদিকে সপ্তাহের প্রথম দিনে ডিএসইর প্রধান সূচক ৬৩ পয়েন্ট বেড়ে স্থির হয় পাঁচ হাজার ৪৯৮ পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেদদেন হয় মোট এক হাজার ১৮৮ কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হতে দেখা গেছে। এর মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে গতকাল মোট ১৮৭ কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এ মার্কেটে অংশগ্রহণ করে ২৬টি কোম্পানি। কোম্পানিগুলোর এক কোটি ৬১ লাখ ১৫ হাজার ১২০টি শেয়ার ৭২ বার হাতবদল হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫৫ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ কোটি ৪ লাখ টাকার গ্রামীণফোনের এবং তৃতীয় সর্বোচ্চ ৩১ কোটি ৮৬ লাখ ৬ হাজার টাকার লেনদেন হয়েছে রেনাটার।

এছাড়া ন্যাশনাল ফিডের ১৬ কোটি ৪ লাখ ৮১ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৮২ লাখ ৭৯ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার, বিডি থাইয়ের ১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। একইভাবে বেক্সিমকোর ৫ লাখ ২ হাজার টাকার, ইজেনারেশনের ৫ লাখ ১১ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৫ লাখ ১০ হাজার টাকার, জেনেক্সের ৮৫ লাখ ৪৮ হাজার টাকার, মীর

আখতারের ৯ লাখ ৭৫ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হতে দেখা যায়।

এই মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ১১ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪৬ লাখ ৭৩ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬৪ লাখ ৬৩ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭৬ লাখ ৮০ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হতে দেখা যায়।