নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই পহেলা ফাগুন, সাথে বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিবসে প্রেমিক যুগলের সবচেয়ে পছন্দের উপহার ফুল। প্রেমিকের কাছ থেকে পাওয়া একটি গোলাপ বা প্রেমিকার খোঁপায় পড়িয়ে দেয়া গজরাতে যেন থাকে প্রেমেরই বহি:প্রকাশ।
সারা বছর তেমন চাহিদা না থাকলেও ঋতুরাজ বসন্তকে বরণ আর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্রেতাদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে রাজধানীর ফুলের বাজার। এরই মধ্যে দিবস দুটোকে রাঙাতে প্রস্তুতি নিচ্ছেন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীরা। ফুলের দোকানগুলোতে ভির করছেন ফুল কিনতে। আর সেই সুযোগে বিক্রেতারাও নিচ্ছেন বাড়তি সুবিধা।
রোববার রাতে রাজধানীর শাহবাগ, ধানমন্ডি, জিগাতলা, মোহাম্মদপুর এলাকার ফুলের দোকানগুলো চোখে পড়ে ক্রেতাদের ভির। তবে সাধারণ সময়ের তুলনায় ফুলের দাম কয়েকগুন বেশি থাকায় বিপাকে পড়েছেন ক্রেতারা।
বিক্রেতারা বলছেন, গত দু’বছর করোনার প্রভাব থাকায় এবারও ফুলের আবাদা অনেকটাই কম হয়েছে। আর এতে চাহিদা অনুযায়ী ফুল সরবরাহ কম থাকায় বাধ্য হয়েই চড়া দামে বিক্রি করতে হচ্ছে তাদের।
রোববার রাতে রাজধানীর শাহবাগের ফুলের দোকান ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ ফুল কিনতে এসেছেন। তবে সেখানে তরুণ-তরুণী ভিড়ই বেশি। বাজারে জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা, জুই, বেলিমালা, লিলি, ক্যালনডুলা, অর্কিড, জিপসি, কানডিশন, লিমু, চেরাগেন্ডা এবং ওয়েস্টারসহ নানা ধরনের ফুল থাকলেও গোলাপের চাহিদাই সবচেয়ে বেশি। সকালের দিকে ৩০ টাকায় গোলাপ বিক্রি হলেও রাতে তা ১০০ থেকে দেড়শ টাকায় দাঁড়িয়েছে। সোমবার দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিক্রেতারা।
ছোট আকারের তিনটি গোলাপের একটি স্টিক বিক্রি হচ্ছে আড়াইশো টাকায়। আর ফ্লাওয়ার হেডব্যান্ড বিক্রি হচ্ছে দেড়শো টাকায়।
দাম বেশি হলেও খালি হাতে ফিরছেন না ক্রেতারা। প্রিয়জনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে চড়া দামেই পছন্দের ফুল কিনছেন তারা।