Print Date & Time : 1 September 2025 Monday 8:38 pm

ক্রেতা সংকটে ৫৫ শতাংশ সিকিউরিটিজের দরপতন

হাসানুজ্জামান পিয়াস: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে প্রধান সূচক ছয় পয়েন্ট কমে স্থির হয়েছে ছয় হাজার ৩৬৬ পয়েন্টে। সূচকের পাশাপাশি কমে যেতে দেখা যায় লেনদেন হওয়া ৫৫ শতাংশ কোম্পানির শেয়ারদর। গতকালের বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, লেনদেনের শুরুর আধা ঘণ্টার মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের বিপরীতে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি ছিল। ঈদুল আজহাকে সামনে রেখে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতার কারণে গতকাল প্রায় ৪০ কোম্পানির শেয়ার ক্রেতাশূন্য হয়ে যায়। এর জের ধরে শেয়ারদর কমতে থাকে।

এদিকে গতকালের মোট লেনদেনে চোখ রাখলে দেখা যায়, ভালো মৌলভিত্তির কোম্পানির পাশাপাশি একাধিক মিউচুয়াল ফান্ডও ক্রেতাশূন্য হয়ে পড়ে। গতকাল ডিএসইতে রবি আজিয়াটা, তিতাস গ্যাস, লাফার্জহোলসিম, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, আমান কটন ফাইব্রাস, আর্গন ডেনিমস, এভিন্স টেক্সটাইলস, বিডি থাই ফুড, এমারাল্ড অয়েল, মীর আক্তার, এমএল ডায়িং, এমবি ফার্মা, অ্যাপোলো ইস্পাত, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ফ্যামিলি টেক্স, তশরিফা ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, কাট্টলী টেক্সটাইল, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট, মেট্রো স্পিনিং, মুন্নু ফেব্রিক, নিউ লাইন ক্লোথিংস, শ্যামপুর সুগার মিলস, ইয়াকিন পলিমার, জিলবাংলা সুগার মিলস লিমিটেডসহ এসইএমএল আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ও ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ক্রেতাশূন্য হয়ে পড়ে।

এদিকে গতকালের মোট লেনদেনে চোখ রাখলে দেখা যায়, এ ক্ষেত্রে এগিয়ে ছিল বিবিধ খাত। এ খাতটি মোট লেনদেনে ১২ দশমিক ০৬ শতাংশ অবদান রাখতে সক্ষম হয়।