Print Date & Time : 30 August 2025 Saturday 5:03 pm

ক্র্যাবকে স্থায়ী কার্যালয় দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (ক্র্যাব) স্থায়ী কার্যালয় দেয়ার প্রতিশ্রæতি দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। সম্প্রতি তার বাসভবনে ক্র্যাব নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রতিশ্রুতি দেন। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের নেতৃত্বে সংগঠনের নেতারা বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ক্র্যাব উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু লিখিত বক্তব্য উপস্থাপন করেন। ক্র্যাবের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে, উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, এসএম আবুল হোসেন, পারভেজ খান, মধুসূদন মণ্ডল ও ফখরুল আলম কাঞ্চন এ সময় বক্তব্য দেন। বিজ্ঞপ্তি