ক্ষতিকর কীটনাশকের ব্যবহার বন্ধ হোক

গাজী আরিফ মান্নান : আধুনিক বা উন্নত কৃষিপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের কৃষি। বর্তমান সময়েও কৃষির সঙ্গে অনেক তরুণ জড়িত হচ্ছে ভাগ্যের চাকা বদলানোর আশায় এবং অনেকে শখ করে শুরু করলেও পরবর্তী সময়ে এই পেশাকে জীবিকা অর্জনের একমাত্র উপায় হিসেবে গ্রহণ করে। বর্তমানে অল্প সময়ে লাভবান হওয়ার জন্য কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির সঙ্গে উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে হরেক রকমের রাসায়নিক সার। কৃষি ফসল যাতে বিনষ্ট না হয় বা পোকামাকড়ে যাতে আক্রমণ না করে, সেজন্য ব্যবহার করা হয় কীটনাশক। ফলে কৃষক ফসল বাঁচানোর জন্য বা পোকামাকড় দমন করার জন্য মাত্রাতিরিক্ত হারে কীটনাশক ব্যবহার করছে, যা মানবশরীরের জন্য ক্ষতিকারক এবং জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ।

ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করতে গিয়ে ফসলের উপকারী পোকামাকড়ও ধ্বংস হচ্ছে। কীটনাশকের কারণে বহু বিল-হাওর মাছশূন্য হয়ে পড়েছে। বহু প্রজাতির পাখি অদৃশ্য হয়ে গেছে। ফসল রক্ষাকারী পোকামাকড় ধ্বংস হওয়ার কারণে প্রতিবছর হাজার কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে।

কৃষিজমি বিশেষ করে ধানের জমিতে একসময় শামুক-ঝিনুক ও বিভিন্ন প্রকার ছোট মাছ দেখা যেত। এখন এগুলো একেবারেই অনুপস্থিত। প্রকৃতির লাঙ্গল বলা হয় যে কেঁচোকে, তাও এখন আর কৃষিজমিতে পাওয়া যায় না। ফসলের জমিতে পোকামাকড় খাওয়ার জন্য পাখপাখালির বিচরণ এখন কমে গেছে আশঙ্কাজনকভাবে। ফসলের মাঠে ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত ভ্রমর আর মৌমাছির গুঞ্জনও কমে গেছে নানা রকম বিষাক্ততায়। এছাড়া কৃষি পরিবেশে বিদ্যমান নানা রকম সরীসৃপ আজ বিলুপ্তপ্রায়।

বিশেষজ্ঞদের মতে, অতিমাত্রায় রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে বিভিন্ন কৃষিজ ও প্রাণিজ খাদ্যের মাধ্যমে কীটনাশক মানবদেহে প্রবেশ করায় মানুষের হার্ট, কিডনি, লিভার, স্নায়ু ও ত্বক আক্রান্ত হচ্ছে। নানা ধরনের ফলমূলে রাসায়নিক পাউডার দিয়ে কাঁচা ফল পাকানো হচ্ছে, এমনকি টমেটো পর্যন্ত রাসায়নিক প্রক্রিয়ায় টসটসে করে পাকানো হচ্ছে। শুঁটকি মাছে ডিডিটি পাউডার ব্যবহারের কথা শুনা যায়। জনস্বাস্থ্যের দিক বিবেচনা করে জমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় রাসায়নিক কীটনাশকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা আবশ্যক।

মাত্রাতিরিক্ত এসব কীটনাশক ব্যবহারের ফলে জমির গুণাগুণ যেমন নষ্ট হচ্ছে, তেমনি কমে যাচ্ছে জমির উর্বরতা শক্তি। আবার জমিতে ব্যবহƒত এসব কীটনাশক বন্যার পানিতে মিশে চলে যায় খাল-বিল-জলাশয় বা বিভিন্ন নদ-নদীর পানিতে। ফলে এসব পানি ক্রমেই বিষাক্ত বা দূষিত হচ্ছে এবং এতে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ এবং ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। আবার এসব বিষাক্ত পানি ব্যবহারের অযোগ্য এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে নানা ধরনের রোগজীবাণু সৃষ্টি করছে। এসব কীটনাশকের অপরিকল্পিত ব্যবহারে জীববৈচিত্র্য হুমকির মুখে পতিত হচ্ছে।

বিগত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে, আগের মতো বিলে-ঝিলে মাছ পাওয়া যায় না এবং সামান্য কিছু মাছ পাওয়া গেলেও আগের মতো স্বাদ পাওয়া যায় না। এর একমাত্র কারণ কীটনাশক ব্যবহারে পানির দুর্গন্ধ বা দূষিত হয়ে পড়ছে, ফলে পানির মাছ মারা যাচ্ছে। আবার খাল-বিলের পানিতে এখন মাছ খুব একটা বড় হয় না এবং আগের মতো সব ধরনের দেশীয় মাছ পাওয়া যায় না। বর্তমানে বাজারে যেসব চাষের মাছ পাওয়া যায়, সেগুলোর পুষ্টিগুণ একেবারেই নেই। দেশীয় মাছের বৃহত্তম উৎস নদীনদী-খালবিলে এখন প্রাকৃতিকভাবে মাছ খুব কম হয়। এর প্রধান কারণ মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার।

মানুষ কারণে-অকারণে জেনেশুনে এসব কীটনাশক ব্যবহার করছে। এসব কীটনাশক বাজারে সহজলভ্য এবং কম দামে পাওয়া যায়। ফলে কৃষক ফসল বাঁচাতে কিংবা ফসল টাটকা রাখতে অবাধে ব্যবহার করছে এসব কীটনাশক। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা এসব কীটনাশক ব্যবহারে কৃষককে উৎসাহিত করছে এবং অনেক সময় বিনা মূল্যে সরবরাহ করছে। কৃষক ভবিষ্যতের কথা চিন্তা না করে প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছে এসব বিষাক্ত কীটনাশক।

এসব কীটনাশক ব্যবহারের ক্ষতিকারক দিক সম্পর্কে কৃষকদের অবহিত করতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। কৃষককে প্রাকৃতিক উপায়ে কীটনাশক তৈরি করে কৃষিজমিতে ব্যবহারে উদ্ধুদ্ধ করতে হবে। প্রয়োজনে প্রাকৃতিকভাবে কীটনাশক কীভাবে তৈরি করতে হয় তার প্রশিক্ষণ দিতে হবে। কৃষকের ফসল উৎপাদনে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করতে হবে, যাতে কৃষক প্রাকৃতিকভাবে পুষ্টিসমৃদ্ধ ফসল লাভ করতে পারে।

পরিশেষে সব ধরনের কীটনাশকের উৎপাদন, বিপণন ও বিক্রিতে তদারকি বাড়াতে হবে এবং যততত্র এসব বিক্রি বন্ধ করতে হবে। মানবশরীর ও জীববৈচিত্র্যের জন্য এসব কীটনাশকের ক্ষতিকর দিকগুলো সম্বন্ধে কৃষককে বোঝাতে হবে। এসব কীটনাশক ছাড়াও যে সুন্দর ও পুষ্টিকর ফসল উৎপাদন সম্ভব, তা প্রচার করতে হবে এবং কৃষককে বোঝাতে হবে। তাছাড়া একটি ফসল বাঁচাতে হাজার হাজার জীব ও প্রাণীর মৃত্যুসহ নানা ধরনের রোগে আক্রান্ত হতে হয় এবং জীববৈচিত্র্যের জীবনপ্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়।

মুক্ত লেখক

হাসানপুর, ফেনী