Print Date & Time : 5 September 2025 Friday 8:06 am

ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা স্বীকার করল উত্তর কোরিয়া

শেয়ার বিজ ডেস্ক: নতুন বছরের প্রথম সপ্তাহে উত্তর কোরিয়া একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গত বুধবার এ  ক্ষেপণাস্ত্রটি  সাগরে নিক্ষেপ করা হয়েছে বলে জানায় জাপান ও দক্ষিণ কোরিয়া। আর গতকাল উত্তর কোরিয়া বিষয়টি স্বীকার করল। তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটাতে চায়। খবর: রয়টার্স।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে রয়টার্স জানায়, চলতি বছর প্রথম বড় কোনো পরীক্ষায় বুধবার ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এটি ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছুটতে পারে এটি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে এটি দীর্ঘসময় শত্রুর নজরদারি এড়াতে সক্ষম। এর আগে আরও একবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে উত্তর কোরিয়া।

নতুন বছরের প্রথম দিন ক্ষুধা ও দারিদ্র্যমুক্তির পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করার কথা বলেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। তিনি আরও বলেন, পিয়ংইয়ং প্রতিরক্ষা সক্ষমতা জোরালভাবে অব্যাহত রাখবে, কেননা কোরীয় উপত্যকার সামরিক পরিবেশ ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।

এদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পিয়ংইয়ংকে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাই। তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জন উন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনবার বৈঠক করেন। তবে ওই কূটনৈতিক আলোচনা থেকে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই দেশ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের স্পষ্ট লঙ্ঘন। এমন ঘটনা উত্তর কোরিয়ার প্রতিবেশী সব দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি বলে জানান তিনি।