Print Date & Time : 29 August 2025 Friday 9:47 am

খনিজসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে বড়পুকুরিয়া খনি শ্রমিকদের আলোচনা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে এ আলোচনা হয়।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক সভাপতি রবিউল ইসলাম চাকরি স্থায়ীসহ বিভিন্ন দাবি প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। মজুরি বৃদ্ধি, চিকিৎসার সুযোগসহ যৌক্তিক দাবিগুলো কীভাবে পূরণ করা যায়, তা আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী বেতন-ভাতা বৃদ্ধিসহ সুচিকিৎসার সিদ্ধান্ত জানালে তারা স্বাগত জানান। শ্রমিক নেতারা ধর্মঘট করায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী আগস্ট মাসে শ্রমিকদের বেতন-ভাতাদি সরকারি স্কেলে করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে সাপ্তাহিক ছুটি, উৎসব ভাতা, উৎসাহ বোনাস, প্রোডাকশন বোনাস, সুচিকিৎসা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।