Print Date & Time : 9 September 2025 Tuesday 1:25 am

খন্দকার মোশাররফকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর ২টার দিকে মির্জা ফখরুল হাসপাতালে যান বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি টেলিফোনে জানান, মহাসচিব ২টার দিকে হাসপাতালে যান। ড. মোশাররফের শয্যাপাশে তিনি আধা ঘণ্টা ছিলেন। বর্তমানে খন্দকার মোশাররফের এমআরআইসহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বুকে ব্যথা অনুভব করায় শুক্রবার রাত ১টার দিকে ড. খন্দকার মোশাররফকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।