শোবিজ ডেস্ক: খল অভিনেতা বাবর আর নেই। তিনি গত সোমবার সকাল ৯টা ১০ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৭ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনেমা মহলে। বাদ জোহর এফডিসিতে বাবরের মরদেহ নেওয়া হয়। এফিডিসিতে জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে। তিনি আরও বলেন, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন বাবর ভাই। আমরা বেশ কয়েকবার তাকে দেখতে গিয়েছি। অনেক লড়াই করেছেন। আর পেরে উঠলেন না। অবশেষে সবাইকে ছেড়ে চলে গেলেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই গ্যাংগ্রিনের সমস্যায় ভুগছিলেন তিনি। গত ৩ মে ডাক্তারের পরামর্শে প্রথমে তার বাঁ পায়ের তিনটি আঙুল কেটে ফেলা হয়। এরপর জুন মাসে অস্ত্রোপচার করে বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলা হয়। এ ছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। গত বৃহস্পতিবার স্ট্রোক করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমজাদ হোসেন পরিচালিত বাংলার মুখ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হয়েছিল তার। এরপর রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত রংবাজ সিনেমার মধ্য দিয়ে খল অভিনেতা হিসেবে যাত্রা শুরু হয়। এরপর অভিনয় করেছেন একশ’র বেশি সিনেমাতে। সর্বশেষ তাকে দেখা গেছে ডিপজলের তের গুণ্ডা এক পাণ্ডা সিনেমায়। এছাড়া তিনি দাগি নামের একটি সিনেমা প্রযোজনাও করেছেন এবং পরিচালনা করেছেন দয়াবান সিনেমা। অসুস্থতার কারণে দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন তিনি। বাবরের পুরো নাম খলিলুর রহমান। ১৯৫২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার গেণ্ডারিয়ায় জš§গ্রহণ করেন তিনি।
