খাগড়াছড়িতে তিন ইউপিডিএফ সদস্য নিহত

শেয়ার বিজ ডেস্ক: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ ইউপিডিএফ (প্রসিত খীসা) গ্রুপের তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। নিহতরা সশস্ত্র সন্ত্রাসী বলে জানিয়েছে আইএসপিআর। খবর: বিডি নিউজ।
গতকাল সোমবার দীঘিনালা উপজেলার বরাদম এলাকায় সেনাবাহিনীর টহলের সময় এ ঘটনা ঘটে বলে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে ইউপিডিএফ অভিযোগ করেছে, সোমবার ভোরে তাদের তিন সদস্যকে তুলে নিয়ে সকাল ৯টার দিকে বিনন্দাচোখ এলাকায় গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) দলের সাত-আটজন সশস্ত্র সন্ত্রাসীর’ উপস্থিতির খবর পেয়ে দীঘিনালা সেনা জোন থেকে একটি টহল ঘটনাস্থলে পৌঁছেই গোলাগুলির মুখে পড়ে। তখন সেনা সদস্যরা পাল্টা গুলি ছুড়ে; আনুমানিক ১০-১৫ মিনিট গোলাগুলি হয়। গোলাগুলিতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) দলের তিনজন সন্ত্রাসী নিহত হয়। পরবর্তীতে সেনা টহল উক্ত এলাকায় তল্লাশি করে দুটি পিস্তল (৮ রাউন্ড গুলিসহ), একটি আমেরিকান এম-৪ অটোমেটিক কারবাইন (৪ রাউন্ড গুলিসহ) উদ্ধার করে।’
দীঘিনালা থানার ওসি উত্তম কুমার দেব জানান, ঘটনাস্থল সদরের বড়দাম এলাকা থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা শাখার সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেছেন, সোমবার ভোরে তার দলের তিন সদস্যকে কৃপাপুর এলাকা থেকে নেওয়ার পর সকাল ৯টার দিকে কয়েক কিলোমিটার দূরে বিনন্দাচোখ এলাকায় নিয়ে গুলি করে হত্যা করা হয়।
তিনি বলেন, ‘গোলাগুলির তথ্যটি সঠিক নয়। এটি সাজানো নাটক মাত্র।’
এর আগে ইউপিডিএফের কেন্দ্রীয় মুখপাত্র নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে তাদের তিন সদস্যকে গ্রেফতারে নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করা হয়।
এরা হলেন- মেরুং বেতছড়ি গ্রামের ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩৮), ইন্দ্রমুনি পাড়ার তঙ্যারাম চাকমার ছেলে ভূজেন্দ্র চাকমা (৫০) ও হাচিনসনপুর গ্রামের সুজিত প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেল (২৬)।