খাতুনগঞ্জে আদার মূল্য বৃদ্ধিতে শাহ আমানত ট্রেডাসের কারসাজি!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে অভিযান চালিয়ে পান-সুপারির গোডাউনে লুকিয়ে রাখা ১২ টন আদার সন্ধান পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ৮৮ বস্তায় রাখা এসব আদা বেশি দামে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

আদার মূল্য বৃদ্ধিতে কারসাজির দায়ে মেসার্স নিউ শাহ আমানত ট্রেডার্সের পরিচালক মো. আবু তৈয়বকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ এপ্রিল) সকাল এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

জানা যায়, অভিযানের শুরুতেই খাতুনগঞ্জের বশির মার্কেটে শাহ আমানত ট্রেডার্সে যান ভ্রাম্যমাণ আদালত। আড়তের মালিকের কাছে আদা বিক্রির কাগজ দেখতে চাইলে ওই আড়তে আদা বিক্রি হয় না বলে দাবি করেন মালিক মো. আবু তৈয়ব।

তবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাশের শুক্কুর আলীর পান-সুপারির গোডাউনে ৮৮ বস্তায় ভরে রাখা প্রায় ১২ টন আদার সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। শুক্কুর আলী এসব আদা শাহ আমানত ট্রেডার্সের জানালে আদার আড়তদার আবু তৈয়বের কারসাজি ধরা পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘মায়ানমার থেকে ২১ এপ্রিল আমদানি করা ৮৫ টাকা দামের আদা গত এক সপ্তাহ ধরে মজুদকারী প্রতিষ্ঠানটি ২২০-২৫০ টাকায় বিক্রি করছিল। আদা মজুদদারি এবং অনায্য দামে বিক্রির দায়ে শাহ আমানত ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

এ সব আদা ন্যায্য দামে ১২০ টাকার মধ্যে বিক্রির জন্য মজুদকারী প্রতিষ্ঠান শাহ আমানত ট্রেডার্সকে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। মো. তৌহিদুল ইসলাম জানান, অভিযানে খাতুনগঞ্জভিত্তিক একটি সক্রিয় সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হয়েছে।

ওই সিন্ডিকেটের সাথে জড়িত খাতুনগঞ্জের আরো তিন আড়তদারকে অধিক মুনাফায় আদা বিক্রির জন্য দুই লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একতা ট্রেডার্স ও শাহাদাত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা করে এবং মাবুদ খান সওদাগরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। আড়তদারদের

স্বীকারোক্তি মোতোবেক খাতুনগঞ্জের আমির মার্কেট এলাকায় অবস্থিত মেসার্স আজাদ সিন্ডিকেট নামক কৃষিপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামে ‘পেপারলেস ব্ল্যাক মার্কেটিং’ এর মাধ্যমে আদার মূল্য বৃদ্ধি করছে। আমদানিকারক এ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা খাতুনগঞ্জ থেকে বর্তমানে পলাতক রয়েছে। এ সিন্ডিকেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।