নিজের পায়ে দাঁড়াতে হলে আপনাকে উদ্যোগী হতে হবে। আর উদ্যোক্তা হওয়ার জন্য ঠিক করতে হবে, কী দিয়ে শুরু করবেন। এজন্য দরকার অল্প পুঁজিতে শুরু করা যায় এমন বিজনেস। এ ধরনের উদ্যোক্তার পাশে দাঁড়াতে শেয়ার বিজের সাপ্তাহিক আয়োজন
টুম্পা ধর: আমাদের ঐতিহ্যের এক অনন্য উদাহরণ কুমিল্লার খাদি কাপড়। নতুন উদ্যোগ হিসেবেও খাদি কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। হতে পারে তা জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো চমৎকার ব্যবসা। কেননা এ ধরনের কাপড়ে তৈরি ফতুয়া, পাঞ্জাবি, শাল প্রভৃতির আবেদন ফুরায়নি বরং বেড়েই চলেছে। ভিন্ন ধাঁচের কাপড় হিসেবে খাদির সুনাম রয়েছে দেশজুড়ে।
খাদি কাপড় দিয়ে পোশাকের পাশাপাশি পর্দা, বিছানার চাদর, বালিশ, সোফা, কুশন, টেবিল ও চেয়ারের কভার বানিয়ে বাজারজাত করতে পারেন। চেক করা খাদির কাপড়ে কোনো ব্লক বা হাতে পেইন্ট করার দরকার পড়ে না। সে সঙ্গে একটু ভিন্ন আমেজ আনতে চেক খাদি কাপড় দিয়ে বাঁধাই করা ওয়ালম্যাট বাজারজাত করতে পারেন। আরও তৈরি করতে পারেন ডাইনিং ম্যাট সেট। নতুন রূপে কাস্টমারের কাছে খাদি কাপড় পৌঁছে দিতে চাইলে ব্লক ও নকশার কাজ শিখে নিন।
কুমিল্লা শহরে খাদি কাপড়ের শতাধিক দোকান আছে। এসব দোকানে পাইকারি ও খুচরা খাদি থান কাপড় পাওয়া যায়। এখান থেকে পছন্দমতো খাদির থান কিনে নিন। নতুবা খাদিপল্লি হিসেবে খ্যাত কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর ও চান্দিনা থেকে সংগ্রহ করতে পারেন খাদির থানকাপড়। এরপর এক রঙের খাদি থানে পছন্দের ব্লক বসিয়ে অথবা হ্যান্ড পেইন্ট করে তৈরি করে ফেলুন ঘরের পর্দা, বিছানার চাদর কিংবা বালিশের কভার।
খাদি কাপড় ভারি-পাতলা দুই রকমের হয়ে থাকে। পণ্যের মান বুঝে কাপড় বেছে নিন। খাদি কাপড় দেখতে সুন্দর ও পরতে আরামদায়ক। খাদিশিল্পের একটা শক্ত ভিত আছে। খাদিপণ্যের গুণগত মান বজায় রেখে আধুনিকতার সংমিশ্রণ ঘটাতে পারলে আপনিও হয়ে উঠতে পারেন সফল ব্যবসায়ী।
শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যেখানে বাঙালি কমিউনিটি আছে, সেখানেও খাদি কাপড়ের প্রসার লক্ষণীয়। খাদিপণ্যের কদর রয়েছে মার্কিন মুলুকে। এর পাশাপাশি ব্রিটেন ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রফতানি হয় খাদির তৈরি পোশাক। এ সুযোগটি কাজে লাগাতে পারেন। দামে সাশ্রয়ী হওয়ায় আপনার জন্য সম্ভব হবে সবার কাছে খাদি কাপড়ের তৈরি পণ্য সবার দরজায় পৌঁছে দেওয়া। তাছাড়া বিদেশি কাপড়ের আধিপত্য ঠেকাতে খাদিশিল্পকে আপনি আপনার ব্যবসার প্রধান হাতিয়ার বানাতে পারেন।
গ্রীষ্মকাল চলে এসেছে। এ ঋতু থেকেই খাদি কাপড়ের তৈরি ভিন্ন আমেজের পণ্যটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন।
ফ্রিল্যান্স লেখক