খাদ্যশস্য রফতানি উন্মুক্ত করতে ইউক্রেন ও রাশিয়ার চুক্তি

শেয়ারবিজ ডেস্ক : বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে ইউক্রেন ও রাশিয়া খাদ্যশস্য রফতানির জন্য কৃষ্ণ সাগরের বন্দরগুলো খুলে দিতে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। আজ শুক্রবারই চুক্তি সই হতে পারে- এমনটা নিশ্চিত করেছে তুরস্ক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইউক্রেন ও রাশিয়ার চুক্তিতে মধ্যস্থতা করছে তুরস্ক ও জাতিসংঘ। শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগানের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করবেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা।

বৃহস্পতিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও ভাষণে এ চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত দিয়ে বলেছেন, কৃষ্ণ সাগরের বন্দরগুলো শিগগিরই খুলে দেওয়া যেতে পারে। তবে আসন্ন চুক্তির সম্পূর্ণ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইট করে বলেছেন , শুক্রবার ইস্তাম্বুলে তুর্কি নেতা, গুতেরেস এবং ইউক্রেনীয় ও রাশিয়ান প্রতিনিধিদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হবে।

ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আক্রমণের পর বিশ্বব্যাপী খাদ্যের মূল্য বৃদ্ধি এবং বিশ্বের কয়েকটি দরিদ্র দেশের মানুষ অনাহারের মুখোমুখি হওয়ার পর প্রথম যুদ্ধরত দুটি পক্ষের মধ্যে এই বড় চুক্তি হতে যাচ্ছে।লড়াইরত ইউক্রেন এবং রাশিয়া ইউরোপের সবচেয়ে উর্বর অঞ্চল এবং বিশ্বের বৃহত্তম শস্য উৎপাদনকারী দেশ।২৫ মিলিয়ন টন গম এবং অন্যান্য শস্য ইউক্রেনের বন্দরে রাশিয়ান যুদ্ধজাহাজ এবং ল্যান্ডমাইন দ্বারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো এএফপিকে বলেছেন, কিয়েভের প্রতিনিধিদল শুধুমাত্র সেই সমাধানগুলি গ্রহণ করবে যা এর দক্ষিণাঞ্চলের নিরাপত্তা, কৃষ্ণ সাগরে তার বাহিনীর অবস্থান এবং এর কৃষি পণ্যের নিরাপদ রপ্তানির নিশ্চয়তা দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং রাশিয়াকে একে সরল বিশ্বাসে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। তাছাড়া রাশিয়া বৃহস্পতিবার ১০ দিনের রক্ষণাবেক্ষণের পর নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে জার্মানিতে গ্যাস সরবরাহ শুরু করেছে। এটি বিশ্ববাজারের জন্য একটি সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে।