খাদ্যের পর্যাপ্ত মজুদ আছে : কৃষিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক:
দেশে খাদ্যের পর্যাপ্ত মজুদ আছে, করোনাকালে খাদ্য সংকটে কেউ মারা যায়নি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ রোববার সকালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ-অ্যামচ্যামের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ জেলার প্রান্তিক চাষিদের মধ্যে সহায়তা উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

কৃষিমন্ত্রী আরও বলেন, সরকার দেশের খাদ্য নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বোরো মৌসুমের বাম্পার ফলনের পর দেশে আগামী সাত-আট মাসের প্রয়োজনীয় খাদ্যশস্য মজুত রয়েছে। কৃষি উৎপাদন বাড়াতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

এসময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেন, করোনা মোকাবিলায় মার্কিন দূতাবাস বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করছে।