Print Date & Time : 26 July 2025 Saturday 1:29 pm

খাদ্য অধিদপ্তরে ১৮০ কোটি টাকা লুটপাট

নিজস্ব প্রতিবেদক: খাদ্য অধিদপ্তরের বিরুদ্ধে প্রায় ১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। নিম্নমানের বস্তা ব্যবহার ও কৌশলে বস্তাপ্রতি অধিক পরিমাণ খাদ্যশস্য লোড করার মাধ্যমে এ লুটপাট হয়েছে।

অভিযোগ খতিয়ে দেখতে গতকাল রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় খাদ্য গুদাম ও খাদ্য ভবন পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) শফি উল্লাহ বলেন, খাদ্য অধিদপ্তরের কর্তৃপক্ষের বিরুদ্ধে টেন্ডার শিডিউল অনুযায়ী, চালের বস্তা না কিনে নি¤œমানের বস্তা ব্যবহার ও প্রতি বস্তায় অধিক পরিমাণ খাদ্যশস্য লোড করে প্রায় ১৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল। অভিযোগ খতিয়ে দেখতে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেছে। এনফোর্সমেন্ট টিমের নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক বায়েজিদুর রহমান। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতাও মিলেছে।

দুদক সূত্র জানিয়েছে, এনফোর্সমেন্ট টিম অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছে। কেন্দ্রীয় খাদ্য গুদামে রক্ষিত বস্তার মাপ ও ওজনও যাচাই করা হয়। এ-সংক্রান্ত টেন্ডার ডকুমেন্টসহ অন্যান্য নথিপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে কিছু গরমিল পাওয়া গেছে। প্রাপ্ত নথিপত্র ও তথ্য প্রমাণ আরও যাচাই-বাছাই চলমান রয়েছে বলে জানা গেছে।