শেয়ার বিজ ডেস্ক: কমিউনিস্ট দেশ কিউবা আন্তর্জাতিক বাজার থেকে বিলিয়ন ডলারের খাদ্য আমদানি কমাতে নিজ দেশের কৃষি উৎপাদনের ওপর জোর দিচ্ছে। আর এ জন্য বিভিন্ন প্রদেশে বড় ধরনের প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার। এটির প্রমাণ মেলে রাজধানী হাভানার ৬৭৫ কিলোমিটার দূরবর্তী গ্রানমা প্রদেশে। খবর সিনহুয়া।
ওই প্রদেশে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ১২ হাজার টন ধান উৎপাদন হয়েছে। প্রদেশটিতে আট লাখ লোকের বসতি রয়েছে। যদিও বেশিরভাগ বাসিন্দা কৃষির ওপর নির্ভরশীল। তবে বিপুল পরিমাণ ধান উৎপাদন সত্ত্বেও বাজারে বিক্রি করতে পারছে না।
স্থানীয় কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেকজান্ডার রোজাস বলেন, ‘লেবু উৎপাদন ছাড়া প্রায় সব কৃষিপণ্যই গ্রানমায় উৎপাদন করা হয়। যদিও ধানই বেশি।’
তিনি আরও বলেন, মৌমাছির জৈব উৎপাদনের জন্য বিখ্যাত গ্রানমা প্রদেশ। গত বছর প্রায় এক হাজার টন মধু সংগ্রহ করা হয়েছিল। সরকারের এক কর্মকর্তার মতে, ওই প্রদেশে সব উৎপাদন পরিবেশবান্ধব পদ্ধতিতে হয়। এখানে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় না।
আলেকজান্ডার রোজাস ওই অঞ্চলের কৃষি সফলতার জন্য স্থানীয় ‘ওমার রিভারো’ সমবায়কে কৃতজ্ঞতা দিতে ভুল করেননি। ওই সমবায়টির ২৫০ সদস্য প্রদেশটিতে দুই হাজার হেক্টর জমিতে উন্নত মানের ফসল উৎপাদনে সহায়তা করে আসছে। গত ৩০ বছর থেকে ওই সমবায়টি কৃষিকাজে সহায়তা করে আসছে, যা বর্তমান সরকারের কৃষি উৎপাদনের পরিকল্পনায় সহায়তাস্বরূপ। কিউবা বছরে দুই বিলিয়ন ডলার ব্যয় করে কেবল খাদ্য আমদানিতে।
প্রসঙ্গত, গত এক দশক থেকে তামাকপ্রধান দেশ কিউবা কৃষি উৎপাদন বাড়াতে তামাকের বিকল্প কৃষিকাজে উৎসাহিত করতে দেশটির সরকার বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছে।