শেয়ার বিজ ডেস্ক: পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে খালি পেটে রোজা রাখতে হচ্ছে বলে অভিযোগ করেছেন খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ। একই অবস্থা তার স্ত্রী স্ত্রী বুশরা বিবিরও। খবর: সামা টিভি।
এছাড়া ইমরান-বুশরা দম্পতির সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছেন সাইফ। তার মতে, এটি পবিত্র রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয়ার এক ঘৃণ্য পদক্ষেপ। সাইফ অভিযোগ করেছেন, ইমরান খান ও বুশরা বিবিকে সেহরি ও ইফতারির খাবার দেয়া হচ্ছে না, যা সরকারের নিপীড়নমূলক পদক্ষেপ হিসেবে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। সরকার এমন এক সময় এমন আচরণ করছে, যখন পুরো মুসলিম সম্প্রদায় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছে এবং এমন পরিস্থিতিতে তাদের প্রতি এই নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য বলে তিনি মন্তব্য করেন।
ব্যারিস্টার সাইফ বলেন, কারাবন্দি পিটিআই শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা আদালতের আদেশের স্পষ্ট লঙ্ঘন। তিনি বিচার বিভাগের প্রতি আদালত অবমাননা আইন অনুযায়ী পদক্ষেপ নিতে এবং ২৬তম সংবিধান সংশোধনীর শৃঙ্খল ভেঙে এ অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন। পিটিআই দাবি করেছে, তাদের নেতাকে আদিয়ালা কারাগারের নিভৃত কুঠুরিতে রাখা হয়েছে। দলটির মুখপাত্র শেখ ওয়াকাস আক্রাম এ দাবি তুলে বলেন, জেলের ভেতরে যেখানে ফাঁসির আসামিদের রাখা হয়, সেরকম এক কুঠুরিতে রয়েছেন ইমরান খান। এক সংবাদ সম্মেলনে ওয়াকাস আক্রাম বলেন, ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে, তাকে এককভাবে নিভৃত কুঠুরির মধ্যে রাখা হয়েছে। এমনকি ইমরানের ঘনিষ্ঠ পরিজন বা আইনজীবীর সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে পিটিআই। ইমরানের মনোবল ভেঙে দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই এ ইস্যুতে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছে পিটিআই। টিআইয়ের দাবি, ইমরানের স্ত্রীর সঙ্গেও তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, ২০২৩ সালের পাঁচ আগস্ট থেকে জেলবন্দি ইমরান খান।