Print Date & Time : 6 July 2025 Sunday 11:58 pm

খালেদা জিয়াকে বাসায় নেয়া সম্ভব না হলে বিদেশে নেবে কিভাবে, প্রশ্ন তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়াকে যদি বাসায় নেয়া সম্ভব না হয় তাহলে কিভাবে বিদেশে নেবে, বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রশ্ন রাখেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের অবস্থা নিয়ে যে মেডিকেল বোর্ড কথা বলেছে তারা দলীয় মেডিকেল বোর্ড। তারা বিএনপির মতই কথা বলে।

পদ্মা সেতু নিয়ে বিএনপির বিরোধীতার কথা স্মরণ করে হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু নিয়ে হাজারও বিরোধীতা করার পরেও লজ্জা ভেঙ্গে বিএনপি পদ্মা সেতুতে উঠেছে।

এবার বিএনপি নেতাদের পদ্মা সেতুর রেল ব্রিজ দিয়ে ওপারে যাবার আহ্বান জানান তথ্যমন্ত্রী।