Print Date & Time : 15 September 2025 Monday 6:02 am

খালেদা জিয়াকে জীবন থেকে সরানোর পরিকল্পনা করছে সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যকে ‘ডাহা মিথ্যা’ বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, সরকার চাইলেই তাঁকে মুক্তি দিতে পারে। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দিতে পারে। কিন্তু তারা সেটা করবে না। শুধু রাজনীতি নয়, খালেদা জিয়াকে জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপল্‌স পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘সরকার চাইলেই তাঁকে মুক্তি দিতে পারে। সরকার চাইলে তাঁকে বিদেশে পাঠাতে পারে। সরকার চাইলে সাজা পুরোপুরি মওকুফ করে দিতে পারে। কিন্তু তাদের লক্ষ্য তো একটাই। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে জীবন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। যে কারণে তারা তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দিচ্ছে না।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত ১৩ নভেম্বর এই হাসপাতলে ভর্তি করানো হয়েছে তাঁকে। এর আগে ১১ নভেম্বর বিদেশে চিকিৎসার সুযোগ দিতে তাঁর পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তাঁর সবশেষ শারীরিক অবস্থা জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত গুরুতর জানিয়ে তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।’