খালেদা জিয়াকে দেখতে গেলেন জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকা বেগম জিয়াকে দেখতে যান তিনি।

এসময় ডা. জাফরুল্লাহর সাথে ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য এডভোকেট হাসনাত কাইয়ুম ও গণস্বাস্থ্যের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীল আলম মিন্টু উপস্থিত ছিলেন।

মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরী বেগম জিয়ার কেবিনে গিয়ে উনার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় হাসপাতালের চিকিৎসক টিমের সাথেও খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেন তিনি।