Print Date & Time : 30 August 2025 Saturday 3:58 pm

খাস জমির দাবীতে কৃষক ফেডারেশনের বিক্ষোভ

প্রতিনিধি, বরিশাল: বরিশাল নগরীর খাস জমি ঘর প্রকৃত ভূমিহীনদের বন্দোবস্ত, রসুলপুর চরের অবৈধ উচ্ছেদ বন্ধ করাসহ গ্যাস, চালের দাম কমানোর দাবীতে সড়কে অবস্থান কর্মসূচি ও সমাবেশসহ বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষাণী সভা বরিশাল জেলা কমিটি।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন তারা। বাংলাদেশ কৃষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল জেলার সভাপতি মোঃ হারুন ভান্ডারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক মোঃ হালিম মুহুরী, জেলা কৃষাণী সভানেত্রী রেহানা বেগম মিতু, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ আকন, জেলা সদস্য অবিনাশ মিস্ত্রি, সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, মেহেন্দিগঞ্জ উপজেলার আহ্বায়ক শাহিন মোল্লা, কৃষাণী আহ্বায়ক মাহিনুর বেগম, বরিশাল নগর নেত্রী স্বপ্না বেগম প্রমুখ।

অবস্থান কর্মসূচি ও সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।