Print Date & Time : 10 September 2025 Wednesday 2:46 pm

খুলনায় এক দিনে ৫ মৃত্যু, শনাক্ত ৭৪০

প্রতিনিধি, খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা ভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৭৪০ জন। এর আগে মঙ্গলবার বিভাগে ৭৫৩ জনের করোনা শনাক্ত এবং একজনের মৃত্যু হয়েছিল।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃতদের মধ্যে খুলনা, যশোর, নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় একজন করে রয়েছেন। অপরদিকে শনাক্তের শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ১৩২ জন ও যশোরে ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া বাগেরহাটে ৩৯, সাতক্ষীরায় ৫২, ঝিনাইদহে ৬০, চুয়াডাঙ্গায় ৭৪, নড়াইলে ২০, মাগুরায় ২২ ও মেহেরপুরে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬০ জন।

খুলনা বিভাগের ১০ জেলায় করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৯ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২১৬ জন।

শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩০ হাজার ৭১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৪৭৯ জন। এদিকে মৃত্যুর তালিকাতেও বিভাগে শীর্ষে রয়েছে খুলনা জেলা। এই জেলায় মারা গেছে ৮১৩ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।