Print Date & Time : 28 August 2025 Thursday 12:54 pm

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

প্রতিনিধি, খুলনা : চিকিৎসক শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে চলমান কর্মবিরতি এক সপ্তাহের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা।

শনিবার (০৪ মার্চ) বেলা পৌনে ১২টায় আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিএমএ খুলনার সভাপতি শেখ বাহারুল আলম।

জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শনিবার সকালে খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সাথে আলোচনায় বসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন চিকিৎসক নেতারা।

বৈঠক শেষে বিএমএ সভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম জানান, সিটি মেয়র এবং আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে তারা কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এখন থেকে চিকিৎসকরা কাজে যোগদান করছেন। তবে তারা এক সপ্তাহের মধ্যে এএসআই নাঈমকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার শর্ত দিয়েছেন।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে তারা কর্মবিরতি স্থগিত করেছেন। রোগীদের দুর্ভোগ নিরসনের জন্য তারা কাজে যোগ দিচ্ছেন।

একই কথা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

উল্লেখ্য, নিশাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গত বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকেরা। এতে গত চার দিন ধরে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা না পেয়ে অসহায় হয়ে পড়েছেন রোগীরা।