পদ্মা ব্যাংক লিমিটেডের খুলনা শাখার অধীনে খুলনা সদর এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হয়েছে। গতকাল ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে আউটলেটটি উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ড. হাসান তাহের ইমাম। এটি পদ্মা ব্যাংকের দ্বিতীয় এজেন্ট ব্যাংকিং আউটলেট। এর আগে গত জুলাইয়ে নরসিংদীতে প্রথম এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে ব্যাংকটি। অনুষ্ঠানে বক্তব্য দেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী। বিজ্ঞপ্তি
