Print Date & Time : 8 July 2025 Tuesday 12:10 am

খুলনায় প্রধান শিক্ষককে লক্ষ্য করে গুলি

প্রতিনিধি, খুলনা : খুলনার তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার সরকারকে (৫৫) লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহানগরীর তেলিগাতী সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে হেলমেট পরে মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার বাম পায়ের হাঁটুর ওপরে বিদ্ধ হয়।