খুলনায় প্রান্তিক কৃষক ও নারী উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ

এবি ব্যাংক লিমিটেড খুলনা জেলার সদর উপজেলায় দেড় হাজারের অধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ করেছে। গতকাল খুলনার টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑবাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা, এফবিসিসিআইয়ের পরিচালক কাজি আমিনুল হক, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ এবং খুলনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুর্শিদা আকতার রনি। বিজ্ঞপ্তি