Print Date & Time : 5 September 2025 Friday 12:14 am

খুলনায় বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ

প্রতিনিধি, খুলনা : খুলনা নগরীর দৌলতপুর থানার বিজিবি সদর দপ্তরের সামনে তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হয়েছে। এ কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে দৌলতপুর থানার বিজিবি সদর দপ্তরের সামনে ট্রেনের পেছনের গার্ড বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. খবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়ার সান্তাহার থেকে তেলবাহী একটি ট্রেন খুলনায় ফিরছিল। তবে ট্রেনটি খালি ছিল।

ঘটনাস্থলে থাকা দৌলতপুর রেল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। খুব শিগগিরই বগিটি রেল লাইন থেকে তুলে রেল যোগাযোগ সচল করা হবে।