Print Date & Time : 14 September 2025 Sunday 4:04 am

খুলনায় মার্কেন্টাইল ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি খুলনায় এক মাসব্যাপী নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (এসইআইপি) প্রকল্পের ট্রেঞ্চ-৩-এর আওতায় ২৫ জন উদ্যোক্তা এ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট পাবেন। বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসিবের ভাইস প্রেসিডেন্ট মো. ইফতেখার আলী বাবু। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আরিফুজ্জামান, যুগ্ম পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল, মার্কেন্টাইল ব্যাংকের এসএমই প্রধান মোহাম্মদ ফারুক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি