Print Date & Time : 6 September 2025 Saturday 7:46 am

খুলনায় মার্কেন্টাইল ব্যাংকের আয়োজনে মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি খুলনায় এক মাসব্যাপী নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করে। বাংলাদেশ ব্যাংকের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (এসইআইপি) প্রকল্পের আওতায় ২৬ জন উদ্যোক্তা এ প্রশিক্ষণ শেষে সনদপত্র গ্রহণ করেন। মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা ও বিশেষ অতিথি ছিলেন উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের খুলনা বিভাগের প্রধান শামীমা সুলতানা শিলু। বিজ্ঞপ্তি