প্রতিনিধি, খুলনা: খুলনায় হাই-টেক পার্কে প্রতি বছর এক হাজার তরুণ-তরুণীকে আইটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। বিভিন্ন সেক্টরে প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ তথ্য জানান তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, কেউ কথা রাখে না, কথা রাখেন কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যা বলেন তা করে দেখান। তিনি বলেছিলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়বেন, তিনি তা করে দেখিয়েছেন। সেই ডিজিটাল বাংলাদেশের সুফল এখন আমরা সবাই ভোগ করছি। তিনি বলেছিলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু করবেন, তিনি তা করে বিশ্বের দরবারে দেখিয়েছেন আমরাও পারি। পদ্মা সেতু উদ্বোধন শেষে ঢাকার সঙ্গে খুলনার যোগাযোগ বাড়বে এবং এর সুফল পেতে হলে এখনই খুলনাকে প্রস্তুত হতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, খুলনা এলাকার মানুষ অনেক প্রযুক্তি সচেতন। আইটি সেক্টরে খুলনায় অনেক উদ্যোক্তা আছে। অনেকে ফ্রি-ল্যান্সিং করে, সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের মাধ্যমে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বিদেশি মুদ্রা দেশে আনছে। এ হাই-টেক পার্ক এ অঞ্চলের মানুষের নিজেদের আইটি দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেবে।
খুলনায় হাই-টেক পার্ক নির্মাণে ১৭০ কোটি টাকা ব্যয় হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৩০ জুন নির্মাণকাজ শেষ হবে। সাড়ে তিন একর জায়গায় নির্মিতব্য সাত তলা ভবনের মধ্যে ট্রেনিং, ইনকিউবেশন. স্টার্টআপ এবং বিজনেস ফ্লোর থাকবে। তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে খুলনাবাসীকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।