Print Date & Time : 11 September 2025 Thursday 1:01 pm

খুলনায় কম্পিউটার ব্যবসায়ীদের মানববন্ধন

 

খুলনা প্রতিনিধি: খুলনায় কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন  হয়েছে। মহানগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) খুলনা শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেল। প্রধান অতিথি ছিলেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। বক্তৃতা করেন খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমেদ কবীর, বাংলাদেশ কম্পিউটার সমিতির খুলনা শাখার চেয়ারম্যান সৈয়দ মোকসুদুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক এসএম ওয়াহিদ আকবার টুটুল, সমিতির নেতা মোস্তাফিজুর রহমান রিহিন, আজিজ হোসেন সুমন প্রমুখ।