খুলনায় পাটগুদামে আগুন

 

খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় সেলিম জুট ট্রেডিংয়ের একটি পাটগুদামে আগুনে প্রায় ৪০ লাখ টাকার পাট পুড়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার স্টেশনের দশটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সেলিম জুট ট্রেডিং নামে পাট গুদামে বুধবার দুপুরের দিকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। একপর্যায়ে আগুনের শিখা দেখা যায়। খবর পেয়ে খুলনা, খালিশপুর ও দৌলতপুর ফায়ার স্টেশনের দশটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদামের পার্শ্ববর্তী আল-আমিন, মামুন, হাফেজ মোস্তাক আহমেদ তুহিনের বাড়ির ৫টি ঘর এবং আব্দুল ওয়াদুদের ঘরের আংশিকও পুড়ে যায়। এতে প্রায় ৪০ লাখ টাকার পাট পুড়ে গেছে বলে প্রতিষ্ঠান মালিক সেলিম শেখের বাবা আক্তার হোসেন দাবি করেছেন।

আড়ংঘাটা থানার সেকেন্ড অফিসার এসআই হেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি। খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল ইনচার্জ সামসুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।