খুলনা প্রতিনিধি: প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী খুলনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার খুলনা সার্কিট হাউজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইসতিয়াক হোসেন, খুলনার সিভিল সার্জন ডা. এসএম আবদুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার শফিউল্লাহ, সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, খুলনা প্রেস ক্লাব সভাপতি এসএম হাবিব, সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, সাংবাদিক জাহিদ হোসেন ও মুন্সী মাহবুব আলম সোহাগ।
পরে সাংবাদিকদের সঙ্গে নিয়ে প্রধান তথ্য অফিসার ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেন ও আশ্রয়ণের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া বটিয়াঘাটা উপজেলার ছয়ঘরিয়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।