Print Date & Time : 2 August 2025 Saturday 1:13 am

খুলনায় প্রাইভেটকার-ইজিবাইকের সংঘর্ষে আহত তিন

প্রতিনিধি, খুলনা: খুলনায় প্রাইভেটকার ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর লায়ন্স স্কুলের সামনে এ দূর্ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা থানার এসআই সন্দীপ জানান, সকাল সাড়ে আটটার দিকে যাত্রীবাহি একটি ইজিবাইক নগরীর গল্লামারী মোড় থেকে ময়লাপোতার দিকে যাচ্ছিল। ইজিবাইকটি লায়ন্স স্কুলের সামনে পৌঁছানমাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের দু’জন যাত্রী ও একজন পথচারী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা প্রাইভেট কার গাড়ি চালককে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ক্ষতিগ্রস্থ ইজিবাইক ও প্রাইভেটকার সোনাডাঙ্গা থানায় পাঠিয়ে দেয়।

পথচারী আনোয়ার হোসেন জানান, ঘটনার সময় তিনি সেখান থেকে হেঁটে যাচ্ছিলেন। ময়লাপোতা থেকে গল্লামারী অভিমুখী একটি গাড়ি এসে ওই ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। কিছুটা দূরত্বে থাকায় তার তেমন একটা ক্ষতি হয়নি। তবে পায়ে আঘাত পেয়েছেন বলে তিনি জানান।

এসআই সাইদুর রহমান খুলনা মেডিকেল কলেজ থেকে জানান, এ দুর্ঘটনায় কারও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ইজিবাইক চালক রফিক গাজীর পা ভেঙ্গে গেছে। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।