প্রতিনিধি, খুলনা: করোনাভাইরাসের নতুন ধরনের বিস্তারের কারণে খুলনা নগরীতে দোকানপাট বন্ধের সময় কমিয়ে আনা হয়েছে।
আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পর নগরের কোনো বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে না বলে বৃহস্পতিবার জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় জানানো হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে জেলা ও মহানগর করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল্লা খালেক।
এসময় তিনি বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মানলে করোনা নিয়ন্ত্রণে থাকবে। স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের বিকল্প নেই। আগামী ১১ জানুয়ারি থেকে রাত ৮টার পরে নগরীতে মার্কেট-দোকান খোলা রাখা যাবে না। তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল পরিবহন ও কাঁচামালের আড়ত এ নিয়মের বাইরে থাকবে।
সভায় সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত বছরের ডিসেম্বরে করোনায় জেলায় কেউ মারা যায়নি। তবে বর্তমানে খুলনা জেলায় করোনা শনাক্ত হওয়া একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন। বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরিধানের বিকল্প নেই।