খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা থানার জাবুসা এলাকায় গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও প্রায় ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরার জহুরুল ইসলাম (৫০) ও রোকনুজ্জামান (৩৫)। আহতদের মধ্যে সাতজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরার নলতা থেকে কয়েকজন পর্যটক বাসে করে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিলেন। বাসটি রাত ১০টার দিকে রূপসা সেতুর টোলপ্লাজার পূর্ব দিকের জাবুসার মলমঘাটা এলাকায় পৌঁছলে চাকা ফেটে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ১০ থেকে ১২ জন আহত হন। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্য হয়।