Print Date & Time : 7 September 2025 Sunday 9:31 pm

খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচগ্রামে পানিতে ডুবে সিদরাতুল মুনতাহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার পাঁচগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদরাতুল মুনতাহা পাঁচগ্রামের মাহমুদুল হাসান সুমনের মেয়ে।

শিশুটির চাচা আতিকুর রহমান বলেন, মুনতাহাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে শিশুটির বাবা। একপর্যায়ে তার বাড়ির সামনের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার করেন। পরে প্রতিবেশীরা শিশুটিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফয়সল নাহিদ বলেন, পানিতে পড়ে যাওয়া শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।