Print Date & Time : 2 August 2025 Saturday 11:10 am

খেলনা পিস্তলে ভয় দেখিয়ে ডাকাতি, পাঁচ ডাকাত গ্রেপ্তার

প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেটকার আটকে ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ডাকাত দলের সদস্যদের কাছ থেকে নগদ দুই লাখ চল্লিশ হাজার টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার পশ্চিম হারুয়া গ্রামের মোঃ নূরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান রায়হান (২৮), নিমুক পুরুরা গ্রামের মৃত ইন্নছ আলীর ছেলে মোঃ মিনহাজ আলী (৩৫), বনগ্রাম গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ উজ্জল মিয়া (২৭), মোঃ রহমত আলীর ছেলে মোঃ ওয়াহিদ আলী (৩৮) ও কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রীনগর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ সেলিম জাহান (৪৫)।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে জেলা পুলিশের আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান জানান, গত ২০ মার্চ দুপুর দেড়টার দিকে জেলার গফরগাঁও উপজেলার পাগলা আঞ্চলিক মহাসড়কের খুরশিদ মহল ব্রীজের পশ্চিম পাশে দুইটি মোটরসাইকেলে ৫ জন ডাকাত একটি প্রাইভেটকারকে মহাসড়কে গতিরোধ করে। এসময় তারা খেলনা পিস্তলকে আগ্নেয়াস্ত্রের মত করে প্রদর্শন করে হুমকি দিয়ে প্রাইভেটকার আরোহী মোঃ বাবুল মিয়ার সাথে থাকা একটি ব্যাগে রক্ষিত ১২ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় পরদিন পাগলা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী।

পরবর্তীতে ডাকাতদলকে গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের জন্য অভিযানে নামে পুলিশ। পরে সোমবার রাতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি ও সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। লুটকৃত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।