গজারিয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুই প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বেলা ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড ও বালুয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন।

আসিফ আল আজাদ জানান, বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্ট ও স্টার কাবাব হাইওয়ে রেস্টুরেন্টে মনিটরিং কালে দেখা গেছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত করা হচ্ছে এবং একই ফ্রিজে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করায় বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা এবং স্টার কাবাব হাইওয়ে রেস্টুরেন্টকে একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রেস্টুরেন্ট দুইটি কে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত করার জন্য এবং কাঁচা ও রান্না করা খাবার পৃথক ফ্রিজে সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান, উপজেলা ক্যাবের সভাপতি মো: নাসির উদ্দীন এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।