Print Date & Time : 8 September 2025 Monday 1:04 pm

গজারিয়ায় লরির ধাক্কায় নিহত ১ আহত ১১

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শান্তিনগর এলাকায় থেমে থাকা মিনিবাসকে পেছন থেকে সিমেন্টবোঝাই একটি লরি ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় মিনিবাসের এক নারী যাত্রী নিহত ও ১১ জন আহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

গজারিয়া ভবেরচর ফায়ার সার্ভিসের টিম লিডার সাইদুর রহমান জানান, একটি তুলার কারখানার মিনিবাস শ্রমিকদের নিয়ে বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড থেকে বাউশিয়া পাখির মোড়ে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি শান্তিনগর এলাকায় থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় সিমেন্টবোঝাই একটি লরি ঢাকা মেট্রো শ-১৪-০৬৫০ পেছন দিক থেকে থেমে থাকা মিনিবাসকে ধাক্কা দিলে বাস এবং সিমেন্টবোঝাই লরি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এ সময় অজ্ঞাত এক নারী (১৮) নিহত হন।  মৌসুমি (২২), সীমা (২৮), নুরনাহার (৩৫) , আকলিমা (১৫), হাসি (১৮), সাগর (২৫), রুপালি (১৬), পপি (১৮), আনোয়ারা (৪৮) ও ডালিয়া (১৮) গুরুতর আহত হন।

পরে বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করে।